সনদ বিতরণ করছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) আয়োজিত চারটি স্বল্পমেয়াদি কোর্সের সনদপত্র প্রদান ও ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর আওতায় সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২০২৫ সালে বিসিটিআইয়ের তত্ত্বাবধানে চার সপ্তাহব্যাপী চারটি স্বল্পমেয়াদি কোর্স পরিচালিত হয়। এগুলো হলো—‘বেসিক ফিল্ম কোর্স’, ‘২য় ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স’, ‘৩য় চলচ্চিত্র সম্পাদনা প্রশিক্ষণ পাঠ্যধারা’ এবং ‘৮ম চলচ্চিত্র ও টেলিভিশন অভিনয় প্রশিক্ষণ কোর্স’।আরো পড়ুন:হাসপাতালে নির্মাতা এফ আই মানিক৫৮ বছর বয়সে বাবা হলেন আরবাজ সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা। তাছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান এনডিসি, কোর্স মেন্টর ও বিসিটিআই গভর্নিং বডির সদস্য রফিকুল আনোয়ার, মো. আরিফুর...