দেশের আইন-শৃঙ্খলা ঠিক রাখতে সর্বদা কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় শনিবার থেকে রোববার পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে নওগাঁ জেলার বদলগাছি উপজেলার জগদীশপুর ইউনিয়ন এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ স্বামী ও স্ত্রীকে আটক করেছে সেনাবাহিনী। ১১ পদাতিক ডিভিশনের জয়পুরহাট আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে মেজর ওয়াজেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘসময় অভিযান পরিচালনা করে জয়পুরহাট ও নওগাঁ জেলার জিরো পয়েন্ট মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে অভিযান চালিয়ে দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন— মো. ফারুক হোসেন (৫১) ও তার স্ত্রী মোছা. স্মৃতি আখতার রুমি (৪৪)। অভিযানে ৫৮৯ পিস ইয়াবা ট্যাবলেট (আনুমানিক মূল্য...