চট্টগ্রামের হাটহাজারীতে এক মাসের ব্যবধানে বিভিন্ন মামলায় ৮৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নতুন অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া দায়িত্ব গ্রহণের পর থেকেই আইন-শৃঙ্খলা রক্ষায় জোরদার অভিযান পরিচালনা করছেন। জানা যায়, ওসি মনজুর কাদের ভূঁইয়া গত মাসের ৮ তারিখে হাটহাজারী মডেল থানায় যোগ দেন। এরপর সেপ্টেম্বরের ৩০ তারিখ পর্যন্ত থানার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে মাদক, ধারালো অস্ত্র ও যানবাহনসহ একাধিক অপরাধীকে আটক করা হয়। ওসি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে— নিয়মিত মাদক মামলায় ৬ জন, পরোয়ানামূলে (সিআর) ২০ জন, পুলিশ আইনের ৩৪ ধারায় ২ জন, কা.বি. আইনের ৫৪ ধারায় ৪ জন, পরোয়ানামূলে (জিআর) ৬ জন, নিয়মিত মামলায় (তদন্তে সন্দিগ্ধ) ৫ জন, পরোয়ানামূলে (সিআর সাজা) ১০ জন, নিয়মিত মামলায় (এজাহার নামীয়) ২০ জন, কা.বি. আইনের ১৫১ ধারায় ৫ জন,...