এখানে আপনার দেওয়া তথ্যগুলির ভিত্তিতে ইসরাইলি রাজনীতিতে সাবেক প্রতিরক্ষামন্ত্রী আভিকদোর লাইবারম্যানের বিতর্কিত বক্তব্য নিয়ে প্রতিবেদনটি তৈরি করা হলো: 'আশ্রয় কেন্দ্রের কাছে থাকুন': ইসরাইলিদের প্রতি সাবেক প্রতিরক্ষামন্ত্রীর সতর্কতা, নেতানিয়াহু সরকারের ওপর অনাস্থাতেল আবিব: ইসরাইলি রাজনীতিতে হঠাৎই উত্তেজনা সৃষ্টি হয়েছে সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও ইসরাইল বেইতেনু দলের প্রধান আভিগদোর লাইবারম্যানের একটি পোস্টকে ঘিরে। আসন্ন ইহুদি ধর্মীয় উৎসব সুক্কোতের প্রাক্কালে তিনি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে দাবি করেছেন, ইরান আবারও ইসরাইলকে 'চমকে দিতে চাইছে'। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে লাইবারম্যান দাবি করেন, বড় দেশগুলো ইরানের বিরুদ্ধে জাতিসংঘের 'স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা' আবারও চালু করেছে। এর জেরেই ইরান প্রতিশোধ নিতে পারে। "পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটান। তবে সাবধান থাকুন এবং আশ্রয় কেন্দ্রের কাছে থাকুন।" নেতানিয়াহু সরকারের ওপর অনাস্থাএই সতর্কবার্তার পাশাপাশি লাইবারম্যান বর্তমান নেতানিয়াহু সরকারের উপরও...