বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এবং শ্রমিক দলের সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, দেশের গণতন্ত্রকে পূর্ণাঙ্গ রূপ দিতে এবং রাষ্ট্রের উন্নয়নের স্বার্থে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। এরজন্য দেশের শ্রমিক সমাজের সহযোগিতা কামনা করেন তিনি। রবিবার পাবনা ট্রাক ও বাস টার্মিনাল মাঠে জেলা শ্রমিক দলের এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিমুল বিশ্বাস বলেন, বিএনপি যখন রাষ্ট্রক্ষমতায় থাকে তখন শ্রমিকদের ন্যায্য দাবির জন্য আন্দোলন করতে হয় না। কারণ, বিএনপি শ্রমিক বান্ধব একটি রাজনৈতিক দল। রাষ্ট্রে শ্রমিকের অবদান অনস্বীকার্য। বিএনপি সবসময়ই শ্রমিকদের মূল্যায়ন করে। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন জাতির জন্য একটি চ্যালেঞ্জ। বিগত আওয়ামী লীগ সরকার সারাদেশকে দূর্নীতির স্বর্গরাজ্যে পরিনত করেছিলো। দেড় দশক জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত রেখেছিলো। আগামীতে বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হলে আমাদের প্রথম...