বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ছোট জামুয়া এলাকায় প্রতিপক্ষের হামলায় কালাম খান (৪৮) নামের এক কৃষক নিহত হয়েছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, ‘সুপারি চুরি’ সংক্রান্ত পুরোনো বিরোধের জেরেই এই হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৪ অক্টোবর) রাত ৯টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত কৃষকের ভাই লুৎফর খানও গুরুতর আহত হয়েছেন। নিহত কালাম খান মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের ডেপুয়ার পাড় গ্রামের ওয়াজেদ আলী খান ওরফে কালু খানের ছেলে। প্রধান অভিযুক্ত সোহেল খান ওই এলাকার বাসিন্দা। কালাম খানের প্রতিবেশী ও চিংড়াখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মামুন খান জানান, একই বংশের সোহেল খান এবং নিহত কালাম খানের পরিবারের মধ্যে সুপারি চুরিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে শনিবার রাতে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সোহেল খান ও তার লোকজন কালাম...