একটি জাতির মেরুদণ্ড হলো তার শিক্ষা, আর ফ্লাইওভার, উড়াল সেতুর মতো লোক দেখানো উন্নয়ন দিয়ে জাতির ভিত্তি তৈরি হয় না এমন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, দেশের তরুণ শিক্ষার্থীদের উদ্ভাবনী ক্ষমতা অবিশ্বাস্য। রেসিং কার তৈরি করে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) এর শিক্ষার্থীদের এই অর্জন গোটা জাতির জন্য এক মহিমান্বিত গৌরব। সুযোগ পেলে বাংলাদেশের তরুণরাও অসাধ্য সাধন করতে পারে। রবিবার গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সন কার্যালয়ে আইইউটি এর রেসিং কার নির্মাতা গবেষক দলকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে মেধাভিত্তিক বৃত্তি ও উৎসাহ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। মেধা ও উদ্ভাবনী শক্তি নিয়ে শিক্ষার্থীদের এই কাজকে 'চারটেখানি কথা নয়' বলে অভিহিত করে রিজভী আহমেদ বলেন,...