চলমান ঋণ কর্মসূচির ষষ্ঠ কিস্তির অর্থছাড়ের আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি দল আবারও ঢাকায় আসছে। আগামী ২৯ অক্টোবর ২ সপ্তাহের সফরে আইএমএফ প্রতিনিধিদল ঢাকায় আসবে। সাত কিস্তিতে সাড়ে তিন বছরে আইএমএফ ৪৭০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। ৫ কিস্তিতে মোট পাওয়া গেছে ৩৬৪ কোটি ডলার। ষষ্ঠ কিস্তির অর্থছাড়ের আগে বিদেশি ঋণ নেওয়ার সীমা, জ্বালানি ও সার আমদানির বকেয়া পরিশোধ, রাজস্ব আদায় পরিস্থিতি পর্যালোচনা করবে আইএমএফ। এখন পর্যন্ত নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বকেয়া পরিশোধের মতো সূচকে ভালো অবস্থানে থাকলেও জুন পর্যন্ত ৪ লাখ ৪৩...