রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মাত্র দুই মিনিট স্থায়ী ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে আলমবিদিতর ও নোহালী ইউনিয়নের একাধিক গ্রাম। রোববার (৫ অক্টোবর) সকাল ৮টার দিকে আকস্মিক ঝড় ও প্রবল বৃষ্টিতে এই ক্ষয়ক্ষতি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার পর হঠাৎ দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি শুরু হয়। মাত্র দুই মিনিটের ওই ঝড়ে রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের কুতুব, খামার মোহনা ও চরাঞ্চলের কয়েকটি গ্রামসহ নোহালী ইউনিয়নের খলিশাকুড়ি ও ডাঙ্গারহাট এলাকায় গাছপালা উপড়ে পড়ে এবং বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এছাড়াও বাগডকরা, মিনাবাজারসহ বিভিন্ন গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং কৃষিজমির ফসলের ব্যাপক ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, বোরো ধান ও ভুট্টা ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক পরিবার ঘর হারিয়ে এখন খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন...