অবশেষে স্বস্তির জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার ওল্ড ট্র্যাফোর্ডে দুর্দান্ত পারফরম্যান্সে সান্ডারল্যান্ডকে হারিয়ে আন্তর্জাতিক বিরতির আগে কোচ রুবেন আমোরিমের ভবিষ্যৎ নিয়ে জল্পনায় কিছুটা হলেও প্রশান্তি আনল দলটি। এটি ইউনাইটেডের চলতি প্রিমিয়ার লিগ মৌসুমের মাত্র দ্বিতীয় জয় হলেও দলের পারফরম্যান্স ছিল উল্লেখযোগ্যভাবে উন্নত। বিশেষ করে স্লোভেনিয়ান স্ট্রাইকার বেনজামিন সেশকো টানা দ্বিতীয় ম্যাচে গোল করে নজর কেড়েছেন। ইউনাইটেডের হয়ে ম্যাচের ৮ম মিনিটেই মেসন মাউন্ট দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করে দলকে এগিয়ে নেন। এর ২৩ মিনিট পর দিয়োগো দালটের লং থ্রো থেকে সান্ডারল্যান্ডের রক্ষণের ভুলে বল পেয়ে কাছ থেকে গোল করেন সেশকো (২-০)। নতুন গোলরক্ষক সেনে লামেন্সও অভিষেক ম্যাচে দারুণ খেলেছেন। প্রথমার্ধের শেষ দিকে গ্রানিত জাকার জোরালো শট চমৎকারভাবে রুখে দেন তিনি। এমনকি প্রথমার্ধের ইনজুরি টাইমে পেনাল্টির বিপর্যয়ও ঠেকান, যখন ভিএআর দেখে রেফারি সিদ্ধান্ত...