রবিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার জনতার বাজার সংলগ্ন দেওপাড়া এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি।আরো পড়ুন:দাঁড়িয়ে থাকা বাসের পেছনে আরেক বাসের ধাক্কা, নিহত ১বেপরোয়া বাসের ধাক্কায় প্রাণ গেল পথচারীর মারা যাওয়া আজমত সিলেটের ওসমানীনগর উপজেলার সাদীপুর এলাকার সাজিদ আলীর ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে আজমত আলী খালি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন-১৯-২৩৩৪) নিয়ে সবজি কিনতে যাচ্ছিলেন। নবীগঞ্জ উপজেলার জনতার বাজার সংলগ্ন দেওপাড়া এলাকায় পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয় সবজি বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১২-২৩২৪)। ঘটনাস্থলেই আজমত মারা যান। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি...