উত্তর:স্ত্রীকে মুখে ‘তালাক’ বললে যেমন তালাক কার্যকর হয়, স্ত্রী তালাক হয়ে যায়, একইভাবে যে কোনো প্লাটফর্মে মেসেজ বা ক্ষুদেবার্তার মাধ্যমে ‘তালাক’ লিখে স্ত্রীর কাছে পাঠালেও তালাক হয়ে যায়। মেসেজ বা ক্ষুদেবার্তার মাধ্যমে ‘তালাক’ লিখে পাঠালে তা কখন থেকে কার্যকর এটা নির্ভর করবে মেসেজের ভাষা বা তালাক দেওয়ার ধরনের ওপর। যদি মেসেজে এভাবে লেখা হয় যে, ‘যখন আমার এই বার্তা তোমার কাছে পৌঁছবে তখন থেকে তুমি তালাক’ তাহলে স্ত্রীর কাছে মেসেজ পৌঁছার পরপরই তালাক কার্যকর হবে, স্ত্রী মেসেজটি পড়ুক বা না পড়ুক। এ রকম মেসেজ স্ত্রীর মোবাইলে পৌঁছার আগেই যদি স্বামী ডিলেট করে দিতে পারে, তাহলে আর তালাক হবে না। আর যদি কেউ লেখে, ‘তুমি তালাক’ তাহলে লেখার পর থেকেই তালাক হয়ে যাবে, মেসেজ স্ত্রীর কাছে পৌঁছলেও তালাক হয়ে যাবে। তালাক...