ঢাকা: গণতন্ত্র পুনরুদ্ধারে একটি গ্রহণযোগ্য নির্বাচনের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সংলাপের চর্চার ওপর গুরুত্বারোপ করেন।রোববার (৫ অক্টোবর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস এবং সিনিয়র হিউম্যান রাইটস অ্যাডভাইজর হুমা খানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।বৈঠকে রোহিঙ্গা সংকট এবং তাদের মানবেতর জীবনযাপন নিয়েও আলোচনা হয় বলে জানান আমীর খসরু। তিনি বলেন, “জাতিসংঘ রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবর্তনের আগ পর্যন্ত সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।”জাতিসংঘের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, “মানবাধিকার ও গণতন্ত্র রক্ষায় সংস্থাটি বরাবরই সাহসী ভূমিকা রেখেছে। স্বৈরাচারী শাসনের সময়েও জাতিসংঘ তার অবস্থান থেকে সরে আসেনি।”বৈঠক শেষে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেন, “রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশকে আন্তর্জাতিক সহায়তা অব্যাহত...