ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় মুখ রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা— এই দুই তারকার নাম এখন প্রায় সমার্থক। ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ সিনেমায় তাদের রসায়ন পর্দা কাঁপিয়েছে। আর সেই রসায়ন বাস্তব জীবনেও ছড়িয়ে পড়েছে বহু আগেই।বছরের পর বছর ধরে চলছে তাদের প্রেম ও বিয়ের গুঞ্জন। একসঙ্গে ছুটি কাটানো, বিভিন্ন আয়োজনে পাশাপাশি উপস্থিত হওয়া— সব মিলিয়ে এই জুটি বারবার খবরের শিরোনামে এসেছেন। যদিও সব সময় তারা বলেছেন, ‘আমরা খুব ভালো বন্ধু।’তবে সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছে তাদের সম্পর্ক। ৩ অক্টোবর রাতে ভারতীয় গণমাধ্যমে খবর ছড়ায়— ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বাগদান সারলেন বিজয় ও রাশমিকা। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তারা, ভক্তদের মধ্যে কৌতূহল তুঙ্গে। আর সেই সঙ্গে ফের আলোচনায় এসেছে রাশমিকার প্রথম বাগদান ভাঙার গল্প।২০১৭ সালে কন্নড় তারকা রক্ষিত শেঠির সঙ্গে বাগদান সেরেছিলেন...