রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় সেনাবাহিনী ও র্যাব-২ এর যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) দিবাগত রাতে এই অভিযান পরিচালিত হয়। রোববার (৫ অক্টোবর) র্যাব-২ এর সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু এ তথ্য জানান। তিনি বলেন, গ্রেফতারদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি সামুরাই তরবারি এবং ৪ দশমিক ৯৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতাররা হলেন— মো. মনোয়ার হোসেন (২৪), মো. আবিদ হোসেন (৩২), মো. নুর ইসলাম (২০), মো. বন্যা (৩৬), মো. আ লতিফ (৫০), মো. আলমগীর (৪০), মো. বুলু (২১), মো. ফিরোজ (২৬), আলামিন (২০), ভুট্টু (৫০), মো. আসলাম (১৬), মো. জাফর (৪০), মো. তাজউদ্দিন (৪০), মো. মাসুম (৩৮), মো. জাবেদ (৪১), মো. মুরাদ (১৮) ও মো. বাবু (৩১)। র্যাবের...