বাগেরহাট:শিক্ষক দিবসে শুধু ফুল আর শুভেচ্ছা নয়—এই দিনটিতে বঞ্চনার বিরুদ্ধে কণ্ঠ তুললেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। পদোন্নতির জট, প্রশাসনিক দুর্বলতা আর দীর্ঘদিনের বৈষম্য দূরীকরণের দাবিতে রোববার (৫ অক্টোবর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সদস্যরা।এতে সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূর জাহান খাতুন। আরও বক্তব্য দেন, বাগেরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আব্দুল্লাহ আল মামুন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলাম প্রমুখ। এ সময় নূর জাহান খাতুন বলেন, আমরা আজ শিক্ষক দিবসে ফুল নিতে আসিনি, এসেছি আমাদের ন্যায্য অধিকার ফেরত পেতে। শিক্ষকদের বঞ্চনা দূরীকরণ ও শিক্ষার মানোন্নয়নের স্বার্থেই এই ৫...