বর্তমান সরকার একটি দলের পক্ষে পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশন গঠন করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমাদ। শনিবার দুপুরে মেহেরপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, দেশে এখন নির্বাচনী হাওয়া বইছে, বাহাত্তরের সংবিধান ছুড়ে ফেলে নতুন সংবিধানের আলোকে নির্বাচন হতে হবে। এছাড়াও ‘শাপলা’কে এনসিপি দলীয় প্রতীক হিসেবে যুক্ত করতে কোনো আইনি বাধা নেই। কিন্তু এনসিপির বিরুদ্ধে প্রোপাগান্ডা তৈরি করার জন্যই শাপলা প্রতীক নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। আমরা শাপলা প্রতীক না পেলে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে বলেও হুঁশিয়ারি দেন এই নেতা। “কেমন মেহেরপুর চাই” শীর্ষক ওই মতবিনিময় সভায় নিজ জেলাকে এগিয়ে নিতে ১৩ দফা উপস্থাপন করেন তিনি। শিক্ষা, সংস্কৃতি, কৃষি, মাদক, বেকারত্ব...