রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক ও ছিনতাই বিরোধী বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তাররা হলেন- মো. মনোয়ার হোসেন (২৪), মো. আবিদ হোসেন (৩২), মো. নুর ইসলাম (২০), মো. বন্যা (৩৬), মো. আ. লতিফ (৫০), মো. আলমগীর (৪০), মো. বুলু (২১), মো. ফিরোজ (২৬), মো. আলামিন (২০), মো. ভুট্টু (৫০), মো. আসলাম (১৬), মো. জাফর (৪০), মো. তাজউদ্দিন (৪০), মো. মাসুম (৩৮), মো. জাবেদ (৪১), মো. মুরাদ (১৮) ও মো. বাবু (৩১)। শনিবার (৪ অক্টোবর) রাতে যৌথভাবে এই অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ও র্যাব-২। এ সময় গ্রেপ্তারদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ১টি সামুরাই ও ৪ কেজি ৯৬৪ গ্রাম গাঁজা জব্দ করা হয়। রোববার (৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর অধিনায়ক সিনিয়র...