মোজেজা আশরাফ মোনালিসা। বাংলাদেশের এক সময়কার জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী। গালে টোল পড়া হাসি দিয়ে অনেক ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি। একসময় বিজ্ঞাপন, নাটক নিয়েই খুব ব্যস্ত ছিলেন।কিন্তু হঠাৎ করেই সময়ের স্রোতে ক্যারিয়ারের ভাটা পড়তে থাকে তার। এরপর শুধুই দীর্ঘশ্বাস। ২০১২ সালের জুনে আমেরিকা প্রবাসী ফাইয়াজ শরীফের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ের পরেই হারিয়ে যেতে থাকেন মিডিয়া থেকে। পাড়ি জমান আমেরিকাতে। বর্তমানে সেখানেই আছেন এই অভিনেত্রী।আজ মোনালিসার জন্মদিন। এই অভিনেত্রী ১৯৮৪ সালের ৫ অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন। তবে, দীর্ঘদিন তার দেশে ফেরা হচ্ছে না। ইচ্ছে থাকলেও করোনার কারণে দেশে আসার কোন সুযোগই থাকছে না। করোনা পরিস্থিতি আরো স্বাভাবিক হলে দেশে ফিরবেন এই মডেল তারকা।মোনালিসার সংস্কৃতি অঙ্গনে পদচারণা শুরু হয় ১০ বছর বয়সে নাচ ও মডেলিং দিয়ে। নৃত্যশিল্পী...