০৫ অক্টোবর ২০২৫, ০৩:০৫ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০৩:০৫ পিএম পাবনার চাটমোহর জার্দিস মোড় থেকে হান্ডিয়াল হামকুড়িয়া পর্যন্ত সড়কের সংস্কার কাজ শুরু হওয়ার পর আট মাস বয়ে গেছে। কিন্তু ঠিকাদার এবং তার শ্রমিকরা কাজ ফেলে পালিয়ে যাওয়ায় স্থানীয় মানুষ ও যানবাহন চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন। সরেজমিনে দেখা যায়, পাঁচ কিলোমিটার রাস্তা খানাখন্দে ভরা, ছোট ছোট পাথরের ওপর দিয়ে যানবাহন চালাতে হিমশিম খাচ্ছেন চালকরা। সামান্য বৃষ্টিতেই রাস্তায় কাদা জমে দুর্ঘটনার শঙ্কা বাড়ছে। কৃষি প্রধান এই এলাকায় ফসল Timely বাজারে পৌঁছানোও কঠিন হয়ে পড়েছে। রাস্তাটির সংস্কার কাজটি পেয়েছিল সিরাজগঞ্জের ‘তুলনা এন্টারপ্রাইজ’। ১৬ কোটি টাকার বরাদ্দে কাজ শুরু হলেও জার্দিস মোড় থেকে ক্যুজোর মোড় পর্যন্ত ৫ কিলোমিটার রাস্তা সংস্কারের পর কার্যত কাজ বন্ধ হয়ে গেছে। স্থানীয়রা জানাচ্ছেন, সংস্কারের পর রাস্তাটি আগের...