
০৫ অক্টোবর ২০২৫, ০৩:৩৭ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০৩:৩৭ পিএম শরীয়তপুর-ঢাকা মহাসড়কের নড়িয়া উপজেলার রাজনগর জামতলা এলাকায় মিনি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম মুন্নুর রহমান (৩৮)। তাঁর বাড়ি মাগুরা জেলার শ্রীনগর উপজেলার টুপি পাড়া গ্রামে। পিতা মোছলেম মোল্লা। তিনি শরীয়তপুরের ডামুড্যায় বেসরকারি সংস্থা (এনজিও) রিক-এর কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। কর্মস্থলের উদ্দেশে মাগুরা থেকে রওনা হয়ে পদ্মা সেতু হয়ে ডামুড্যা যাচ্ছিলেন তিনি। প্রত্যক্ষদর্শী ও নড়িয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, সকাল সারে সাতটার দিকে ট্রাকটি মোটরসাইকেলকে চাপা দেয়। তখন বিকট একটি শব্দ হয়। এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষের পর ট্রাকটির সামনের চাকা পাংচার হয়ে...