নিজস্ব প্রতিবেদক : ইসলামী শাস্ত্রে ফেরেশতাদের ওহী গ্রহণের অনন্য মর্যাদা থাকলেও তারা কুরআন তিলাওয়াতের ক্ষমতা রাখে না। এর পেছনে রয়েছে গভীর কারণ ও ঐতিহাসিক প্রেক্ষাপট। হযরত জিবরাইল (আ.) যখন রাসূলুল্লাহ (সা.)-এর কাছে ওহী নিয়ে আসতেন, তখন তা এতটাই ভারী ও শক্তিশালী ছিল যে নবীজির শরীর থেকে প্রচণ্ড ঘাম ঝরত। একবার এত ভারী ছিল যে নবীজির পায়ের নিচে চাপ পড়ার কারণে পায়ের অনুভূতি হারিয়ে গিয়েছিলেন। এমনকি একবার ওহী নাজিল হলে উটের হাঁটু মাটিতে বসে গিয়েছিল, নবীজি তাকে কষ্ট থেকে বাঁচিয়েছিলেন। আল্লাহ তায়ালা কুরআনে উল্লেখ করেছেন, যদি এই কোরআন কোনো পাহাড়ে নাজিল হত, তবে সেই পাহাড় ভয়ে ভেঙে যেত। হাদীস অনুযায়ী, ওহী পাঠানোর সময় আসমানে প্রচণ্ড শব্দ হয়, যেন লোহার শিকল পাহাড়ে টানা হচ্ছে। ফেরেশতারা ভয় ও বিস্ময়ে আবদ্ধ হয়ে পড়েন। তারপর...