
জামালপুরের দিগপাইত-সরিষাবাড়ী-তারাকান্দি 'মহাসড়ক যথাযথ মান প্রশস্ততায় উন্নীতকরণ নির্মাণ' শীর্ষক প্রকল্পে ভূমি অধিগ্রহণে নানা অনিয়ম চলছে। জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার সংশ্লিষ্ট সার্ভেয়ারদের মাধ্যমে নিয়োগকৃত দালালদের দৌরাত্ম্য বেপরোয়া হয়ে উঠেছে। অভিযোগ রয়েছে, শতকরা ৫-৭ টাকা হারে আগাম উৎকোচ না দিলে মিলে না ক্ষতিপূরণের চেক। অপরদিকে ভূয়া কাগজপত্র তৈরি করে লাখ লাখ টাকা ক্ষতিপূরণ আদায় করে নিচ্ছে প্রতারকরা। এমনই একটি চাঞ্চল্যকর ঘটনার লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্র জানায়, সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি এলাকার মৃত ছবের মণ্ডলের ছেলে মো. হোসেন আলীর পোগলদিঘা মৌজায় ২৩৭৯ নম্বর খতিয়ানের ৮৩৪৯ নম্বর দাগে তার নিজ বসতবাড়ির ৬ শতাংশ জমির মধ্যে ২.৩২ শতাংশ জমি অধিগ্রহণের (এলএ কেস নম্বর ০৫/২০২২-২০২৩) আওতায় পড়ে। ওই জমিতে অবকাঠামোর মধ্যে শুধু একটি ইটের প্রাচীর পড়েছে। তার পাকা ভবন অক্ষত (অধিগ্রহণের...