কথায় প্রচলিত আছে – শিশুর প্রথম শিক্ষক মা। তবে সেই সঙ্গে প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবনের শুরুতে স্কুলের প্রথম শিক্ষক একটি শিশুর জীবনের খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা অনেকেই দেখে থাকি, বড় বড় প্রতিষ্ঠানের সফল মানুষগুলো তাদের প্রথম শিক্ষকের কথা মনে করে আবেগাপ্লুত হয়ে যান। সারাজীবনে অসংখ্য শিক্ষকের সাহচর্যে এসেও প্রথম শিক্ষককে কেন মনে রাখেন তারা? শিশুর জীবনের প্রথম শিক্ষক কেন এত গুরুত্বপূর্ণ? প্রি-স্কুল, কিন্ডারগার্টেন বা প্রাথমিক বিদ্যালয় - প্রথম শিক্ষক শিশুর মন, আচরণ ও শেখার আগ্রহের এমন একটি ভিত্তি তৈরি করেন, যা তার ভবিষ্যৎ বিকাশের সঙ্গে সরাসরি সম্পর্কিত। ১. শিক্ষক-শিক্ষার্থী ঘনিষ্ঠতার প্রভাব২০২৩ সালে দ্য জার্নাল অব এক্সপেরিমেন্টাল এডুকেশন–এ প্রকাশিত একটি গবেষণা বলছে, শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ক যত ঘনিষ্ঠ, শিক্ষার্থীর শেখার আগ্রহ ও একাডেমিক সাফল্য তত উন্নত হয়। ২. মানসিক...