নিজস্ব প্রতিবেদক : ভারতের মধ্য প্রদেশে একটি কাশির সিরাপ খেয়ে ১১ শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। পারাসিয়া এলাকার শিশুশ্রোগ বিশেষজ্ঞ প্রভীন সোনি ‘কোলড্রিফ সিরাপ’ প্রেসক্রাইব করেছিলেন বলে জানা গেছে। সরকারি চিকিৎসক সত্ত্বেও প্রভীন সোনি ব্যক্তিগত ক্লিনিকে শিশুদের এই সিরাপ দিয়েছেন। ঘটনার তদন্তে তার গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তামিলনাড়ুর ‘শ্রীসান ফার্মাসিউটিক্যালস’ নামে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মধ্য প্রদেশ সরকার মামলা দায়ের করেছে। একই সঙ্গে রাজ্যে কোলড্রিফ সিরাপের বিক্রি নিষিদ্ধ এবং ‘নেক্সট্রো-ডিএস’ সিরাপের বিক্রিও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সরকারি ল্যাব পরীক্ষায় সিরাপে ৪৮.৬ শতাংশ ডাই-ইথিলিন গ্লাইকল পাওয়া গেছে, যা বিষাক্ত পদার্থ হিসেবে পরিচিত। চেন্নাইয়ের ওষুধ নিয়ন্ত্রণ অধিদপ্তর এই সিরাপকে ‘মানসম্মত নয়’ ঘোষণা করেছে। ভুক্তভোগী পরিবারদের অভিযোগ, শিশুরা সর্দি-জ্বর হলে এই সিরাপ দেওয়া হয়েছিল। শুরুতে সুস্থ হলেও কয়েকদিনের মধ্যে প্রস্রাব কমে যাওয়া, কিডনির...