জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আইনি সুরক্ষা, পুনর্বাসন ও ন্যায্য দাবি বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার দুপুরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত সকল বীর জুলাই যোদ্ধাদের পক্ষে এ স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাপ্পি মিয়া, জহির মিয়া, জিহাদ আহমেদ, রেবা আক্তার, জুয়েল আহমদ, জসিম মিয়াসহ প্রমুখ। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিক সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের স্বৈরাচারী সরকারের পতন হয়। ৩৬ দিনব্যাপী এই ঐতিহাসিক গণঅভ্যুত্থান শহীদ, আহত ও হাজারো মানুষের ত্যাগের বিনিময়ে সফল হয়। কিন্তু আন্দোলন-পরবর্তী সময়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার এখনো শহীদ ও আহতদের রাষ্ট্রীয় মর্যাদা, আহতদের সঠিক চিকিৎসা, পুনর্বাসন ও পূর্ণাঙ্গ স্বীকৃতি প্রদান...