আগামী সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন (ইসি)-কে কারিগরি সহায়তা দেবে জাতিসংঘ। রবিবার (৫ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলে জাতিসংঘের ঢাকায় আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস এ ঘোষণা দেন। এর আগে তিনি বিএনপির নেতাদের সঙ্গে নির্বাচন, গণতন্ত্র ও দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। গোয়েন লুইস সাংবাদিকদের বলেন, আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এতে জাতিসংঘের পক্ষ থেকে কারিগরি সহায়তা দেওয়া হবে। তিনি সকল দলের নির্বাচনে অংশগ্রহণের আশা ব্যক্ত করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, নির্বাচন এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। আলোচনার মূল বিষয় ছিল বাংলাদেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে জাতিসংঘের প্রতিশ্রুতি এবং এ লক্ষ্যে গণতান্ত্রিক কর্মকাণ্ড চর্চা ও পারস্পরিক সম্পর্ক কেমন হওয়া উচিত তা নিয়ে। তিনি বলেন, বাংলাদেশে বর্তমান...