যুক্তরাষ্ট্রের বেশিরভাগ ইহুদি গাজা যুদ্ধ চলাকালে ইসরাইলের আচরণে অসন্তুষ্ট বলে দাবি করেছে দেশটির সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। এক জরিপে দেখা গেছে, ৬১ শতাংশ ইহুদিবাদী মনে করেন ইসরাইল যুদ্ধাপরাধ করেছে এবং চার জনের একজন দাবি করেছেন, দেশটি গণহত্যার জন্য দায়ী। রোববার (৫ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন জেরুজালেম পোস্ট। জরিপ অনুযায়ী, ইসরাইলের বর্তমান সরকারের প্রতি অসন্তোষ বিশেষভাবে প্রবল। মোট ৬৮% ইসরাইলি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বের প্রতি নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। এদের মধ্যে ৪৮% তার নেতৃত্বকে ‘দুর্বল’ হিসেবে মূল্যায়ন করেছেন, যা পাঁচ বছর আগে পিউ রিসার্চ সেন্টার-এর জরিপের তুলনায় ২০% বৃদ্ধি পেয়েছে।আরও পড়ুনআরও পড়ুননেতানিয়াহুকে ‘প্রতারক ও ভণ্ড’ বলল হামাস, কী বললেন ট্রাম্প জরিপ অনুযায়ী, যদিও ইহুদিরা হামাসকে যুদ্ধের জন্য দায়ী মনে করেন, তবুও অনেকেই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধনীতির প্রতি...