.jpg)
বাগেরহাট:বাগেরহাটের মোরেলগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে মো. কালাম খান (৪৮) নামের এক ব্যক্তিকে চোর সাব্যস্ত করে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর চাচাতো ভাইদের বিরুদ্ধে। গতকাল শনিবার (৪ অক্টোবর) রাত ৯টার দিকে মোরেলগঞ্জ উপজেলার চিংড়িখালী ইউনিয়নের ছোট জামুয়া এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত কালাম খান চিংড়াখালী ইউনিয়নের ঢেপুয়ার পাড় গ্রামের ওয়াজেদ আলী খান ওরফে কালু খানের ছেলে। এদিকে, হত্যার ঘটনায় রোববার (৫ অক্টোবর) দুপুরে সাবেক যুবলীগ নেতা সোহেল খান, উপজেলা জামায়েতের সেক্রেটারি মাওলানা মাকসুদ আলী খানসহ ১২জনকে আসামী করে মোড়েলগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন নিহতের ছেলে রাব্বি খান। পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, জমিজমা নিয়ে কালাম খান ও একই বংশের সোহেল খানের মধ্যে বিরোধ চলে আসছে। এর জেরে আদালতে মামলা পর্যন্ত গড়িয়েছে। শনিবার সন্ধ্যায় স্থানীয় বাজার থেকে...