রাজধানীর কদমতলীতে নির্মাণাধীন ভবনে বিদুৎস্পৃষ্ট হয়ে জাকির হোসেন (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জাকিরের সহকর্মী মো. রুবেল জানিয়েছেন, কদমতলী থানার শনির আখড়ার পলাশপুরে নির্মাণধীন একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় কাজ করার সময় রাজমিস্ত্রির হেলপার জাকির হোসেন বৈদ্যুতিক তারের সঙ্গে স্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর বারোটার পর তাকে মৃত ঘোষণা করেন।...