জীবনের প্রতিটি অধ্যায়েই কিছু না কিছু যুদ্ধ থাকে। কারও তা মাঠে, কারও তা রাজপথে, কারও আবার নিজের ভেতরে। পাকিস্তানের সাবেক ক্রিকেটার, বিশ্বকাপজয়ী অধিনায়ক ও রাজনীতিবিদ ইমরান খান এই তিন যুদ্ধেরই সৈনিক। আজ তার জন্মদিনে, ফিরে দেখা যাক সেই মানুষটিকে-যিনি ব্যর্থতাকেও নিজের শক্তিতে রূপ দিতে জানতেন। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে ১৯৫২ সালের এই দিনে পাকিস্তানের লাহোরে ইমরান আহমেদ খান নিয়াজির জন্ম। পরিবারের অবস্থান ছিল সম্ভ্রান্ত, কিন্তু ছোটবেলা থেকেই তার মন টানত ক্রিকেটের দিকে। অন্য ছেলেরা যখন কেবল খেলায় মেতে থাকত, তখন ইমরান বলের গতি, দিক আর সুইং বোঝার চেষ্টা করতেন। স্কুল-কলেজ পেরিয়ে ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েও ক্রিকেট তাকে ছাড়েনি। বরং ইংল্যান্ডের কঠিন আবহাওয়ার মধ্যে খেলে, ধৈর্য ও নিয়ন্ত্রণ শিখেছিলেন তিনি। সেখানেই জন্ম নেয় ভবিষ্যতের সেই লড়াকু বোলারের মানসিকতা। ১৯৭১ সালে...