বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-বাকৃবির একাডেমিক কার্যক্রম সচল হয়েছ। রোববার থেকে ক্যাম্পাসে ক্লাস ও পরীক্ষা শুরু হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সোনিয়া সোহেলী জানান। এর আগে গত ৩ অক্টোবর সকাল ৯টা থেকে শিক্ষার্থীরা নিজ নিজ আবাসিক হলগুলোতে উঠতে শুরু করেন। এর আগে শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলাসহ বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিস্থিতির কারণে ৩১ অগাস্ট রাতে সব ধরনের ক্লাস ও পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তখন শিক্ষার্থীদের ১ সেপ্টেম্বর সকাল ৯টার মধ্যে আবাসিক হল খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। এক মাস ছয় দিন পর রোববার সকালে বিভিন্ন ক্লাসে শিক্ষার্থীদের আসতে দেখা যায়। তবে শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘ বন্ধের কারণে সেশনজটের শঙ্কায় রয়েছেন তারা। আর শিক্ষকরা বলছেন, শিক্ষক ও শিক্ষার্থী উভয় পক্ষের মধ্যে সমন্বয় হলে দ্রুত ক্ষতি পুষিয়ে ওঠা...