অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী এবং ডেপুটি কান্ট্রি ম্যানেজার লুথার লিউ। তাঁরা শাওমির বিভিন্ন পণ্য, উদ্ভাবন এবং শক্তিশালী বিক্রয়োত্তর সেবার প্রতি কোম্পানির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। শাওমির রেডমি ১৫ স্মার্টফোনে শক্তিশালী ৭০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারির পাশাপাশি রয়েছে অত্যাধুনিক স্ন্যাপড্রাগন প্রসেসর, যা ফোনটির এফিশিয়েন্সি বাড়িয়ে তুলে নিত্যদিনের ব্যবহারে গ্রাহককে দেয় আরও স্মুথ ও ফাস্ট পারফরম্যান্স। এছাড়াও ১৮ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা থাকায় স্মার্টফোনটি পাওয়ারব্যাংক হিসেবে ব্যবহার করা যায়, যা দিয়ে অন্যান্য ইলেক্ট্রনিক ডিভাইসও চার্জ দেওয়া যাবে। স্মার্টফোনটির আরেকটি অন্যতম বৈশিষ্ট্য এর বিশাল ছয় দশমিক নয় ইঞ্চি সাইজের অত্যাধুনিক প্রযুক্তির ডিসপ্লে। সূর্যের আলোতে বা প্রয়োজন অনুযায়ী স্ক্রিনের ব্রাইটনেস অটোমেটিক বাড়ানো-কমানোর মাধ্যমে গ্রাহকের চোখের সুরক্ষাতেও ভূমিকা রাখবে ডিভাইসটি। ৬৪ আইপি রেটিংয়ের এই স্মার্টফোনটির ক্যামেরা অপশনে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ও এআই...