মোহাম্মদ মাকছুদ উল্লাহ:জীবনের জন্য খাদ্য জরুরি। খাদ্য ছাড়া বেঁচে থাকা সম্ভব নয়। মহাবিশ্বের সৃষ্টিকর্তা হিসেবে সৃষ্টিজগতের সব প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহপাক নিয়েছেন। আল্লাহ বলেন, ‘পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী রয়েছে সবার রিজিকের দায়িত্ব আল্লাহর, তিনিই জানেন তারা কোথায় থাকে আর কোথায় তাদের মরণ হবে। সব কিছুই একটি সুবিন্যস্ত কিতাবে সংরক্ষিত আছে’ (সূরা হুদ, আয়াত ৬)। এক এক প্রাণীর খাদ্য এক এক রকম। আবার অঞ্চলভেদে একই প্রাণীর খাদ্যাভ্যাস বিভিন্ন রকমের। মানুষের বেলায়ও খাদ্যাভ্যাসের বিভিন্নতা আছে। শীতপ্রধান অঞ্চলে যে প্রাণী বাস করে তার খাবার এক রকম, আবার গ্রীষ্মপ্রধান অঞ্চলে যে প্রাণী বাস করে তার খাদ্য অন্য রকম। মহান আল্লাহ নিজেই সব প্রাণীর খাদ্য সৃষ্টি, সংরক্ষণ, বিতরণ ও খাওয়ার ব্যবস্থা করেছেন। আল্লাহ বলেন, ‘অনেক প্রাণী এমন আছে, যারা তাদের রিজিক জমা করে রাখে না।...