ছেলেদের মতো মেয়েদের ক্রিকেটেও পাকিস্তান অধিনায়কের সঙ্গে হাত মেলাননি ভারত অধিনায়ক। আজ কলম্বোয় নারী বিশ্বকাপের লিগ পর্বের খেলায় টসের সময় ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌর ও পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানাকে একে অপরের সঙ্গে হাত মেলাতে দেখা যায়নি। গত সপ্তাহে শেষ হওয়া ছেলেদের এশিয়া কাপে ভারত–পাকিস্তান তিনবার মুখোমুখি হলেও একবারও দুই অধিনায়ক হাত মেলাননি। ম্যাচের পর দুই দলের খেলোয়াড়দের হাত মেলানোর রীতির অনুসরণও দেখা যায়নি। এই হাত না মেলানোর বিষয়টি অবশ্য ভারতের দিক থেকেই এসেছে। গত ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে টসের সময় পাকিস্তান অধিনায়ক সালমান আগার সঙ্গে হাত মেলাননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। পরে জানা যায়, ভারত ক্রিকেট দল ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে আগেই জানিয়ে দিয়েছিল, দুই অধিনায়ক হাত মেলাবেন না। এ নিয়ে এশিয়া কাপজুড়ে জলঘোলা হয়েছে অনেক। ছেলেদের পর মেয়েদের ক্রিকেটেও ভারত...