গুগলে নিশ্চয়ই সারাদিন নানান কিছু সার্চ করেন। বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগলের কাছেই যত জিজ্ঞাসা করতে পারেন। এখন গুগলে যুক্ত হয়েছে এআই। খেয়াল করলে দেখবেন এখন গুগলে কোনো কিছু খুঁজতে গেলে প্রথমেই এআই একটি সারমর্ম তুলে ধরে। একেই বলে গুগল ওভারভিউ। তবে পাঠকের এতে উপকার হলেও ক্ষতি হচ্ছে লেখক এবং প্রকাশকদের। অনেক ব্যবহারকারী এখন গুগলের ওভারভিউ দেখেই চলে যাচ্ছেন, তারা গুগলের সাজেস্ট করা কোনো ওয়েবসাইটে ঢুকছেন না। বেশিরভাগ ব্যবহারকারীই এই কাজটি করছেন। ফলে সাইটগুলোতে ক্লিক-থ্রু রেট কমছে। সেই সঙ্গে সাইটের ট্র্যাফিকও কমছে। ফলে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন সাইটের প্রকাশক এবং লেখকরা। জনপ্রিয় ওয়েবসাইট উইকিহাউ তাদের এই ক্ষতির কথা জানিয়েছেন। এআইয়ের ফলে তাদের কতটা ক্ষতি হচ্ছে এবং তারা কীভাবে তাদের লাখ লাখ দর্শক হারাচ্ছেন সে ব্যাপারে জানিয়েছেন। উইকিহাউ-এর সিইও এলিজাবেথ...