মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে খেলার সুযোগ না পাওয়ায় ভারতের বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবের মনে আফসোস রয়ে গেছে। এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন। ধোনি প্রসঙ্গে সূর্যকুমার বলেন, 'আমি সবসময় চাইতাম, ভারতীয় দলে থাকাকালীন ধোনির অধীনে খেলতে। কিন্তু সেই সুযোগ কখনও হয়নি। আইপিএলে ওর বিপক্ষে খেলেছি। ওকে দেখে যা শিখেছি, তা হলো চাপের সময় শান্ত থাকা, চারপাশ দেখে সিদ্ধান্ত নেয়া।' তিনি আরও বলেন, 'যখন বিরাট ভাইয়ের অধীনে অভিষেক হলো, তখন বুঝতে পারলাম উনি কতটা কঠোর একজন অধিনায়ক। সব সময় খেলোয়াড়দের কাছ থেকে সেরাটা বের করে আনতে চেয়েছেন। মাঠে এবং মাঠের বাইরে দু’ জায়গাতেই উনি খুবই এনার্জেটিক (স্বতঃস্ফূর্ত)।'...