পারফরম্যান্সে ঘাটতি তো কিছুটা ছিলই, সেই সঙ্গে মাঠে ভিনিসিউস জুনিয়রের আচরণও হচ্ছিল প্রশ্নবিদ্ধ। কোচের আস্থায়ও ছিলেন না শতভাগ। ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচ জয়ী পারফরম্যান্সে যেন সব সমস্যার সমাধানের পথ পেয়ে গেলেন রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার রাতে লা লিগার ম্যাচটিতে স্বাগতিকদের প্রথমার্ধের পারফরম্যান্স তেমন ভালো ছিল না। আক্রমণে এগিয়ে থাকলেও, কার্যত প্রতিপক্ষকে তেমন একটা ভাবাতে পারেনি তারা বিরতির আগে। তবে দ্বিতীয়ার্ধে দাপট দেখিয়ে ৩-১ গোলে জয় তুলে নেয় তারা। আর এই জয়ে সামনে থেকে পথ দেখান ভিনিসিউস। বিরতির পর পুনরায় খেলা শুরু হতেই কিছুটা সৌভাগ্যসূচক গোলে দলকে এগিয়ে নেওয়ার পর, ৬৯তম মিনিটে স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তিনি নিজেই ফাউলের শিকার হওয়ায় পেনাল্টিটি পায় রেয়াল মাদ্রিদ। ভিয়ারেয়াল ব্যবধান কমানোর পর স্বাগতিকদের শেষ গোলটি করেন কিলিয়ান এমবাপে। ম্যাচের...