শেরপুরের নালিতাবাড়ীতে নিয়োগ বিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান, ১৪তম গ্রেড প্রদান, বেতন বৈষম্য নিরসন ও টেকনিক্যাল পদমর্যাদা প্রদানসহ ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে অনিদির্ষ্টকালের কর্মবিরতি পালন করছেন উপজেলায় কর্মরত স্বাস্থ্য সহকারীরা। এতে চলমান টাইফয়েডের টিকাসহ শিশুদের জন্য সকল প্রকার টিকাদান কার্যক্রম বন্ধ রয়েছে। এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন শিশুর অভিভাবকরা। সারাদেশের স্বাস্থ্য সহকারীদের কর্মসুচীর অংশ হিসেবে রোববার (৫ অক্টোবর) সকাল ৯ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চত্তরে ৫ম দিনেও অনির্দিষ্টকালের কর্মবিরতি কর্মসুচী পালন করেন তারা। এরআগে গত বুধবার (১ অক্টোবর) থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়ে চলমান রয়েছে এ কর্মসূচী। জানা গেছে, 'বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন' এর ব্যানারে এই কর্মবিরতি কর্মসূচি পালন করছে স্বাস্থ্যকর্মীরা। এর আগে গত ২৮ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করে কর্মবিরতির ঘোষণা...