লন্ডনে ইসরায়েলবিরোধী বিক্ষোভ চলাকালে কঠোর নিরাপত্তা আইনের আওতায় ১৭৫ জনকে আটক করেছে ব্রিটিশ পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে দেশটিতে আবারও নতুন করে বিতর্ক শুরু হয়েছে মতপ্রকাশের স্বাধীনতা নাকি রাজনৈতিক নিয়ন্ত্রণ, কোনটি প্রাধান্য পাচ্ছে যুক্তরাজ্যে? শনিবার বিকেলে লন্ডনের ট্রাফালগার স্কয়ার পরিণত হয়েছিল ফিলিস্তিনপন্থী হাজারো বিক্ষোভকারীর মিলনস্থলে। তারা গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলা ও নিপীড়নের বিরুদ্ধে বিভিন্ন পোস্টার ও ব্যানার হাতে প্রতিবাদ জানান। প্রদর্শনকারীরা ‘গণহত্যা বন্ধ করো’সহ ইসরায়েলবিরোধী নানা স্লোগান দেন এবং ফিলিস্তিনপন্থী সংগঠন ‘অ্যাকশন ফর প্যালেস্টাইন’-এর প্রতি সংহতি প্রকাশ করেন। সম্প্রতি এই সংগঠনটিকে নিষিদ্ধ তালিকাভুক্ত করেছে ব্রিটিশ সরকার, যা নিয়ে সমালোচনার...