রবিবার, ভোর রাতে টেকনাফ পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের ইসলামাবাদ এলাকায় অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। আটক দম্পতি হলেন, একই এলাকায় বসবাসকারী মাবুদ কামালের ছেলে মোহাম্মদ আইয়ুব ও তার স্ত্রী রাবেয়া। বিজিবি জানিয়েছে, আটক রোহিঙ্গা দম্পতি টেকনাফের জাদিমুড়া ২৭ নম্বর ক্যাম্পের এ-ব্লকের নথিভুক্ত রোহিঙ্গা। তারা টেকনাফ পৌর এলাকায় ভাড়া বাসায় বসবাস করলেও প্রতিমাসে রোহিঙ্গা ক্যাম্প থেকে রেশন নিয়ে আসতো। আর আইয়ুব রাজমিস্ত্রী পেশায় থাকলেও স্বামী-স্ত্রী মিলে একাধিক হাত বদলের মাধ্যমে মাদকের চালান স্থানীয় ও অন্য...