চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। রোববার সকালে লোহারপুল এলাকায় স্থানীয় সন্ত্রাসীরা এ হামলায় চালায় বলে অভিযোগ। আহতরা হলেন, এখন টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাম্যান মো. পারভেজ। জিয়াদ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। শনিবার ভোরে জঙ্গল সলিমপুরের আলিনগর এলাকায় ইয়াছিন ও রোকন-গফুর বাহিনীর মধ্যে সংঘর্ষে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে রোকন বাহিনীর এক সদস্য নিহত হন। আহত হন বেশ কয়েকজন। এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে সাংবাদিকরা সেখানে গিয়েছিলেন। এখন টিভির প্রতিবেদক ফয়সাল করিম বলেন, “জঙ্গল সলিমপুরের লোহারপুল এলাকায় সংবাদ সংগ্রহ করতে গেলে হঠাৎ ৫০-৬০ জন লোক তাদের ওপর হামলা করে। এসময় তারা দেশীয় অস্ত্র ও গাছ দিয়ে আঘাত করে। তাদের বহনকারী অটোরিকশাতেও হামলা চালায়।”...