ঢাকা: সামাজিক বৈষম্য, দুর্নীতি, স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থার অব্যবস্থাপনা—সবকিছুর বিরুদ্ধেই ক্ষোভ জমেছে তরুণদের ভেতর। নিজের ভবিষ্যৎ রক্ষা করতে এখন সরাসরি আন্দোলনের পথ বেছে নিচ্ছে ‘জেনারেশন জেড’ বা ‘জেন-জি’। এই প্রজন্মই প্রথম জন্ম থেকে বেড়ে উঠেছে ডিজিটাল প্রযুক্তির সরাসরি সংস্পর্শে। উন্নত দেশ হোক বা উন্নয়নশীল, জেন-জিরা নানাভাবে নাড়িয়ে দিচ্ছে প্রচলিত শাসনব্যবস্থা, সংস্কৃতি ও চিন্তার কাঠামোকে।তাদের ভাষা, ভাব প্রকাশ আর প্রতিক্রিয়ার ধরন—সবই আলাদা এবং অনেক ক্ষেত্রেই নতুন। কিন্তু প্রশ্ন হলো, জেন-জি আসলে কারা? শুধুই কি শহুরে বা সুবিধাপ্রাপ্ত তরুণেরা, নাকি এর মধ্যে রয়েছেন পিছিয়ে থাকা প্রান্তিক যুবকরাও? আর তারা কি কেবল প্রশংসনীয় কাজ করছে, না কি তাদের মধ্যেও রয়েছে কিছু সীমাবদ্ধতা?এই আয়োজন, জেন-জির সম্ভাবনা ও বাস্তবতা নিয়ে এক অনুসন্ধান।বৈশ্বিক তরুণ আন্দোলনের ঢেউমরক্কোর বিভিন্ন শহরে টানা কয়েক রাত ধরে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ চলেছে। ‘জেন-জি...