৪০ কোটির বেশি ব্যবহারকারী অর্জনের পর থ্রেডস প্ল্যাটফর্মে নতুন এক ফিচার যোগ করছে মেটা। এবার তারা পরীক্ষা করছে ‘কমিউনিটিজ’ নামের একটি ফিচার। এটি নির্দিষ্ট বিষয় বা আগ্রহের উপর ভিত্তি করে আলাদা আলাদা চ্যাটিং স্পেস তৈরি করবে। মেটার ভাষায়, এটি তাদের কাস্টম ফিড ও টপিক ট্যাগের এক ধরনের উন্নত ভার্সন। এর লক্ষ্য ব্যবহারকারীদের জন্য সহজ ও অনানুষ্ঠানিক জায়গা তৈরি করা, যেখানে তারা বাস্কেটবল বা টিভি শো-এর মতো আগ্রহের বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন অন্য ভক্তদের সাথে। প্রযুক্তি সাইট এনগ্যজেট লিখেছে, এরইমধ্যে মেটা একশোটিরও বেশি কমিউনিটি তৈরি করেছে, যেমন ‘এনবিএ থ্রেডস’, ‘বুক থ্রেডস’ এবং ‘টেক থ্রেডস’। গত কয়েকদিন ধরে অনেক ব্যবহারকারী এই নতুন ফিচার দেখতে পাচ্ছেন এবং এসব স্পেসে যোগ দিচ্ছেন। মেটা বলছে, এসব কমিউনিটির লিডিং ভয়েসরা নীল ব্যাজ পাবেন এবং এটি...