
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, প্রকল্প এলাকায় আবাসনের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে আশিয়ান হাসপাতাল চালু হয়েছে, যেখানে আধুনিক চিকিৎসা ব্যবস্থা, আইসিইউ, সিসিইউ, ক্যাথ ল্যাব, অপারেশন থিয়েটার, ডায়ালাইসিস ইউনিটসহ ২৪ ঘণ্টা জরুরি সেবা রয়েছে।আশিয়ান গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৭ সালের মধ্যে সম্পূর্ণ প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে কাজ চলছে। প্রতিষ্ঠানটি আরও জানায়, আবাসনের পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যসেবা খাতে বিনিয়োগের মাধ্যমে তারা টেকসই নগর উন্নয়নে ভূমিকা রাখতে চায়। আশিয়ান...