০৫ অক্টোবর ২০২৫, ০৩:১০ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০৩:১২ পিএম ৪ সেপ্টেম্বর (শনিবার) নর্থ সাউথ ইউনিভার্সিটির NAC-2 ভবনে অপূর্ব পাল নামের এক শিক্ষার্থী কর্তৃক পবিত্র কুরআন শরিফ অবমাননার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ৫ অক্টোবর (রোববার) এক যৌথ প্রতিবাদ বার্তায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এ প্রতিবাদ জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “পবিত্র কুরআন মহান আল্লাহ তায়ালা মানবজাতির হেদায়াতের জন্য নাজিল করেছেন। মুসলমান এই পবিত্র গ্রন্থের অবমাননা কোনোভাবেই মেনে নিতে পারে না। এমন ন্যক্কারজনক ঘটনা মুসলিম উম্মাহর ধর্মীয় অনুভূতিতে আঘাতের পাশাপাশি মুসলিম অধ্যুষিত বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে গভীর প্রভাব ফেলতে পারে। আমরা এমন ধৃষ্টতাপূর্ণ কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দ্রুততম সময়ে আইনানুগ প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক...