
০৫ অক্টোবর ২০২৫, ০২:২৯ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০৩:১৫ পিএম রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক ও ছিনতাই বিরোধী সেনাবাহিনী ও র্যাব-২ এর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য গাঁজাসহ ১৭ জনকে গ্রেপ্তার করা হয়। রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় বেশ কয়েকটি ছিনতাইকারী চক্র ছিনতাই ও মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যক্রম জড়িয়ে পরছে। র্যাব-২ এর দায়িত্বপূর্ণ এলাকায় ছিনতাই ও অন্যান্য সন্ত্রাসী কর্মকান্ড সম্পর্কে স্থানীয় জনসাধারণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক্স মিডিয়া হতে তথ্য পায় র্যাব। ফলশ্রুতিতে র্যাব-২ এর টহল ও গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এবং সেনাবাহিনীর যৌথ আভিযানিক দল ৪ আগস্ট শনিবার দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্পে অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধারসহ ১৭...