আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। রোববার (৫ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।প্রথম দুই ম্যাচ যথাক্রমে ৪ এবং ২ উইকেটে জিতে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে ইতোমধ্যে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচে আফগানদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে মাঠে নামবে টাইগাররা।আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুস্তাফিজ ছন্দে ছিলেন না। ৪০ রান দিয়ে উইকেটশূন্য থাকেন তিনি। ওয়ানডে সিরিজ মাথায় রেখে শেষ ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হতে পারে। সেক্ষেত্রে শরিফুলের সঙ্গে জুটি বাঁধতে পারেন তানজিম সাকিব। সাইফউদ্দিনকে বিশ্রাম দেওয়া হলে খেলবেন তাসকিন আহমেদ।সদ্যই এশিয়া কাপের সুপার ফোর থেকে মিশন শেষ করে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। শেষ...