ঢাকা: একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক অধ্যাপক মনসুর উল করিমের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। হৃদরোগে আক্রান্ত হয়ে গত বছরের এই দিনে ৭০ বছর বয়সে তিনি মারা যান।মনসুর উল করিম ১৯৫০ সালে রাজবাড়ীতে জন্মগ্রহণ করেন। ঢাকা আর্ট ইনস্টিটিউট থেকে চারুকলায় স্নাতক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে অধ্যাপনা শুরু করেন। এই অনুষদেই ৪০ বছর অধ্যাপনা করেছেন। তৃণমূল পর্যায়ে চিত্রশিল্পী গড়ে তোলার লক্ষ্যে নিজ জেলার রামকান্তপুর স্বর্ণশিমুলতলায় গড়ে তোলেন বুনন আর্ট স্পেস। রাজবাড়ী শহরের সজ্জনকান্দা বড়পুলে জন্ম নেওয়া মনসুর উল করিম সমকাল সুহৃদ সমাবেশ রাজবাড়ী জেলা কমিটির উপদেষ্টা ছিলেন।১৯৭২ সালে মনসুর উল করিম প্রথম চিত্র প্রদর্শনী করেন। খুলশীর মৃন্ময় আর্ট গ্যালারিতে তিনি ২০১৪ সালে সেপ্টেম্বরে ‘রেখার নাচন’ শীর্ষক একটি প্রদর্শনী করেন।...