কুমিল্লার দাউদকান্দিতে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হওয়া বাবু হত্যা মামলার এজাহার ভূক্ত আসামি মোঃ সাইদুল ইসলাম ভুঁইয়া ওরফে সাইদুল মেম্বার (৫৬) কে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ৷ শনিবার(৪ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার মোহাম্মদ ইউনিয়নের চরকখোলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের ভূইঁয়া বাড়ির মৃত কাদিম আলী ভূইঁয়ার ছেলে এবং মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামীলীগে সাধারন সম্পাদক৷ সাইদুল মেম্বারকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন,তদন্ত(ওসি) মোঃ সামছুল আলম ৷ রবিবার(৫ অক্টোবর)দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে। দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ জুনায়েত চৌধুরী বলেন, বৈষম্য বিরোধী...